বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০১৪
কুটনীতিকদের দ্রুত সংলাপ ও নতুন নির্বাচনের তাগিদ
Home Page » প্রথমপাতা » কুটনীতিকদের দ্রুত সংলাপ ও নতুন নির্বাচনের তাগিদখোকন:বঙ্গ-নিউজডটকম: দ্রুততম সময়ে সংলাপের আয়োজন করে নতুন নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশী কুটনীতিকরা। বিকেলে পররাষ্ট্র্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে প্রথম বৈঠক শেষে তারা এ আহ্বান জানান। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের সঙ্গ না ছাড়লে বিএনপির সঙ্গে কোন আলোচনা হতে পারেনা। সরকার কোনোরকম চাপে নেই বলেও জানান তিনি। ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী সময়েও কুটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন বিদেশী রাষ্ট্রদূতরা। কেউ জানাচ্ছেন অভিনন্দন, আবার কোন রাষ্ট্র উদ্বেগ। এ অবস্থায় ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরের দিনই আনুষ্ঠানিক ডেকে পাঠানো হয় বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের প্রায় ৫০ কুটনীতিককে। বিএনপি বিহীন নির্বাচন, সরকার গঠন, সংখ্যালঘুদের উপর নির্যাতনসহ বিভিন্ন ইস্যূতে প্রথমবারের মতো তাদের মুখোমুখি হোন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ব্রিফিংয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন কূটনীতিকরা। সংবাদ সম্মেলন শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, আমরা আশা করছি দুদলই আবারো সংলাপ শুরু করে নির্বাচনের ক্ষেত্র তৈরিতে ইতিবাচক ভুমিকা নেবে। বিএনপি চেয়ারপার্সন ও সরকারের ভুমিকাকে আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন বলেন, এটা হতাশার যে সব দল নির্বাচনে অংশ নেয়নি। সব দলেরই দায়িত্ব রাষ্ট্রের গণতান্ত্রিক ভুমিকা তুলে ধরা। বিএনপি চেয়ারপার্সন সংলাপের যে আহবান জানিয়েছেন এ ব্যাপারে সরকারের ভুমিকা আমরা জানতে চেয়েছি। ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা বলেন, আমরা দু‘দলের মধ্যে দ্রুততম সময়ে সংলাপের ব্যাপারে আশাবাদী। এর মধ্যে স্টেট ডিপার্টমেন্ট এবং ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ে যে আগ্রহ তা আমরা সরকারকে জানিয়েছি। সংলাপের এই আহবানের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শর্ত দিয়েছেন, বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়লেই কেবল সংলাপ। এছাড়া কুটনীতিকদের সাম্প্রতিক তৎপরতায় সরকার কোনরকম চাপে নেই বলেও সাফ জানিয়ে তিনি বলেন, তারা যদি জামায়াতকে বাদ দিয়ে আসে আলোচনায় তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। বাংলাদেশের সরকারকে নতি স্বীকার করতে হবে কুটনীতিকদের কথায় এ ধরণের কোন ইঙ্গিত বা স্টেটমেন্ট ছিল না। তবে কয়েকটি দেশ এখনো সরকারকে অভিনন্দন না জানানোর বিয়য়টিকে পরোক্ষ চাপের চেষ্ঠা হিসেবেই দেখছেন শাহরিয়ার আলম।
বাংলাদেশ সময়: ২২:০১:৩৯ ৩৩০ বার পঠিত