বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০১৪
দুর্গাপুরে দেশব্যাপী সংখ্যালঘূ সম্প্রদায়ের ওপরহামলার প্রতিবাদে মানববন্ধন
Home Page » সংবাদ শিরোনাম » দুর্গাপুরে দেশব্যাপী সংখ্যালঘূ সম্প্রদায়ের ওপরহামলার প্রতিবাদে মানববন্ধনতমালঃস্টাফ রিপোর্টার ,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা,লুটপাট,ঘরবাড়ী ভাংচুর, অত্যাচার-নির্যাতন এর প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় কালীবাড়ী মোড়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, সিপিবি, সুজন, উদীচি, প্রেসক্লাব, ঘাতক দালাল নির্মূল কমিটি,দুর্গাপুর প্রেসক্লাব, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, সুশীল সমাজ সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। কালো ব্যাজ পরিধান এর মাধ্যমে মানববন্ধনে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর উপজেলা সভাপতি উপাধাক্ষ্য রেমন্ড আরেং এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি এডভোকেট সীতাংশু বিকাশ আচার্য, উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, প্রবীন রাজনীতিবিদ দুর্গা প্রসাদ তেওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত বাবুল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক ,পুজা উদযাপন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা রেজাউল ইসলাম খান, জন সভাপতি অজয় সাসুহা, সিপিবি সভাপতি ডাঃ সোহরাব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন, নিত্যানন্দ গোস্বামী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:২৭ ৪২৪ বার পঠিত