বুধবার, ১৫ জানুয়ারী ২০১৪
‘তবুও সম্পর্ক বজায় রাখবে যুক্তরাষ্ট্র’
Home Page » জাতীয় » ‘তবুও সম্পর্ক বজায় রাখবে যুক্তরাষ্ট্র’তমাল: বঙ্গনিউজডটকমঃশেখ হাসিনার নেতৃত্ব নবগঠিত সরকারের সাথে সম্পর্ক অব্যহত থাকবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ। বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হতাশা থাকলেও তারা এদেশের সাথে কাজ চালিয়ে যেতে চান বলে জানান তিনি।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার মেরি হার্ফ এ কথা জানান।
নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র বলেন, “বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সাথে আমরা অবশ্যই কাজ করব। কিন্তু যেভাবে নির্বাচন হয়েছে, তাতে যে আমরা হতাশ- সে বিষয়টি ইতোমধ্যে আমরা স্পষ্ট করেছি।”
তিনি আরো বলেন, “নতুন সংসদের প্রায় অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বা কেবল প্রতীকী প্রতিদ্বন্দ্বী হয়েছে। তাই এই নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিশ্বাসযোগ্য প্রতিফলন হয়নি বলে আমরা মনে করি। এ বিষয়ে তাদের কাছে আমরা আমাদের উদ্বেগ আরো পরিষ্কার করব।”
৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বর্জন করে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল। ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয় প্রার্থীরা। বাকি ১৪৭ আসনে ভোটগ্রহণ হয়। সেখানেও তেমন প্রতিদ্বন্দিতা লক্ষ করা যায়নি। এই নির্বাচনে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ পর্যবেক্ষক পাঠায়নি আন্তর্জাতিক অঙ্গন।
নির্বাচন শেষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন হতাশা প্রকাশ করেছে। তবে এ নির্বাচনকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে ভারত, রাশিয়া, চীন, কম্পোডিয়া, ভিয়েতনাম।
এর আগে এক বিবৃতিতে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার ‘বিশ্বাসযোগ্য প্রতিফলন’ ঘটেনি বলেও জানিয়ে ছিলেন মেরি হার্ফ।
বাংলাদেশ সময়: ১২:২৩:৫০ ৩৫৯ বার পঠিত