বুধবার, ১৫ জানুয়ারী ২০১৪
সংখ্যালঘুদের উপর হামলার দায় সরকারের : সুরঞ্জিত
Home Page » জাতীয় » সংখ্যালঘুদের উপর হামলার দায় সরকারের : সুরঞ্জিতবঙ্গ-নিউজডটকমঃ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন,সরকারের মেয়াদ পাঁচ বছর হবে এমন কথা সংবিধানের কোথাও উল্লেখ নেই। মন্ত্রীরা সব উদ্ভট কথা বলছেন।মঙ্গলবার দুপুরে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনের কারণেই সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। নির্বাচনের পর দেশে স্বাভাবিক অবস্থা ফিরে এলেও সংখ্যালঘুদের জীবন স্বাভাবিক হয়নি। এর দায়ভার সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনের।
সংগঠনের উপদেষ্টা ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগর সভাপতি হারুন চৌধুরী, প্রজন্ম লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।
বাংলাদেশ সময়: ৮:৪৩:১৫ ৪৫৩ বার পঠিত