মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০১৪

খালেদার সংবাদ সম্মেলন

Home Page » আজকের সকল পত্রিকা » খালেদার সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০১৪



9ad55720da6b6bbfa48d64756597315a.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ একতরফা নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে বুধবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আগামীকাল বুধবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন হবে বলে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি একথা বলেন।

গতকাল রাতে প্রায় দুই মাস পর খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, খুব অল্প কয়েক দিনের মধ্যে খালেদা জিয়া সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একজন শীর্ষ নেতা বলেন, মনে হয় না কর্মসূচি ঘোষণা করবেন। তবে তিনি (খালেদা জিয়া) চাইলে করতেও পারেন।

দেশবাসী ও বিশ্ব সম্প্রদায়ের কাছে জোটের অবস্থান তুলে ধরার পাশাপাশি সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:১৭   ৪৬১ বার পঠিত