সোমবার, ১৩ জানুয়ারী ২০১৪

আইফোন চার্জের শর্টকাট উপায়

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আইফোন চার্জের শর্টকাট উপায়
সোমবার, ১৩ জানুয়ারী ২০১৪



আইফোন অল্প সময়ে চার্জ দেওয়ার জন্য বেশকিছু উপায় রয়েছে। জরুরি প্রয়োজনের সময় আইফোনে চার্জ না থাকলে বেশ কয়েকটি পদ্ধতিতে আইফোন দ্রুত চার্জ করা সম্ভব। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, চার্জের পূর্বে আইফোনটি বন্ধ করে নিতে, এতে ফোনটিকে সচল রাখতে ব্যাটারি খরচ হবে না, বরং ব্যাটারি দ্রুত চার্জ হবে।

Print Friendly and PDF

0

 

0

 


1

 


 

 

 

 

 

 

 

 

 

তবে হাতে যদি ইউএসবি কেবলটিই থাকে এবং চার্জার না থাকে সে ক্ষেত্রেও খানিকটা দ্রুত চার্জ দেওয়ার দাওয়াই আছে। কম্পিউটার থেকে অন্যান্য সব ইউএসবি কেবল খুলে নিন। কারণ, নইলে অন্য কেবলগুলোও শক্তি সংগ্রহ করতে থাকবে এবং টান পড়বে আইফোনটির সরবরাহে। তবে এক্ষেত্রে দুটি বিষয়ে লক্ষ রাখা খুবই প্রয়োজনীয়। প্রথমটি হচ্ছে কোনোভাবেই কম্পিউটারটিকে স্ট্যান্ডবাই মোডে যেতে দেওয়া যাবে না। কারণ স্ট্যান্ডবাই মোডে গেলে কম্পিউটারই উল্টো আইফোন ব্যাটারির চার্জ শুষে নেবে। আর দ্বিতীয়টি হচ্ছে এ প্রক্রিয়ায় চার্জের সময় আইফোন ব্যবহার করা যাবে না।

এই বিষয়গুলো মেনে চললে জরুরি প্রয়োজনে আইফোন স্বাভাবিকের চেয়ে দ্রুত চার্জ করা সম্ভব। তবে আইফোনের ব্যাটারির গুণগত মান ঠিক রাখার জন্য অবশ্যই মাসে একবার শতভাগ চার্জ দিয়ে সে চার্জটি সম্পূর্ণ শেষ করা দরকার– এমন পরামর্শই দিয়েছে আইফোন নির্মাতা অ্যাপল।

বাংলাদেশ সময়: ১৮:০২:৩৭   ৪৩১ বার পঠিত