সোমবার, ১৩ জানুয়ারী ২০১৪

প্রস্তুতি চলছে বিশ্ব ইজতেমার

Home Page » প্রথমপাতা » প্রস্তুতি চলছে বিশ্ব ইজতেমার
সোমবার, ১৩ জানুয়ারী ২০১৪



url10.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকম: টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ২৪ জানুয়ারি শুরু হচ্ছে ৪৯তম বিশ্ব ইজতেমা দুই পর্বের ইজতেমার প্রথম পর্ব ওইদিন শুরু হয়ে ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা মাঠে তাঁবু নির্মাণসহ যাবতীয় প্রস্তুতির কাজও এগিয়ে চলছে। ্যাব-পুলিশের পাশাপাশি ইজতেমা ময়দান পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলছেন সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। ২৪ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২৬ জানুয়ারি প্রথম পর্ব শেষ হবে এর চার দিন পর দ্বিতীয় পর্বের ইজতেমার কার্যক্রম শুরু হবে ৩১ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফেব্রুয়ারি বছরের বিশ্ব ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে। দেশি-বিদেশি হাজার হাজার মুসল্লি এখন থেকেই জড়ো হচ্ছেন তুরাগ নদীর তীরে। তবে বিদেশিদের অধিকাংশই অবস্থান নিচ্ছেন কাকরাইল মসজিদে। বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য ৩০০ বাস বরাদ্দ দেওয়া হচ্ছে বিআরটিসির পক্ষ থেকে। ইজতেমার ১৪ দিন বিআরটিসির বাসগুলো আগত মুসল্লিদের পরিবহন করবে

বাংলাদেশ সময়: ১১:৫৪:৩০   ৩৬৪ বার পঠিত