শনিবার, ১১ জানুয়ারী ২০১৪
হাসিনা ও খালেদাকে সমঝোতার পথে আসতে মার্কিন সিনেটের চিঠি
Home Page » প্রথমপাতা » হাসিনা ও খালেদাকে সমঝোতার পথে আসতে মার্কিন সিনেটের চিঠিখোকন:বঙ্গ-নিউজ ডটকম: সহিংসতা পরিহার করে সমঝোতার পথে আসতে দেশের প্রধান দুই দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র বিষয়ক বিভাগের চেয়ারম্যান রবার্ট মেনেনদেস। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। চিঠিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সংকট নিরসনে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমঝোতায় আসার কথা বলা হয়। সহিংস কর্মকাণ্ড কোনো অবস্থাতেই প্রতিবাদের মাধ্যম হতে পারে না উল্লেখ করে রাজনৈতিক সহিংসতার সমালোচনা করা হয় ওই চিঠিতে। এছাড়া দুই নেত্রীকে একটি ফলপ্রসু আলোচনার মাধ্যমে সমঝোতায় আসারও আহ্বান জানান এ মার্কিন সিনেটর। চিঠিতে, বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১:৪১:৫৭ ৩৫৬ বার পঠিত