শুক্রবার, ১০ জানুয়ারী ২০১৪

শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি কোটি টাকা- গাইবান্ধায়

Home Page » অর্থ ও বানিজ্য » শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি কোটি টাকা- গাইবান্ধায়
শুক্রবার, ১০ জানুয়ারী ২০১৪



gaibandha-003-10012014.jpgবঙ্গ-নিউজঃদশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধায় ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুরসহ বিভিন্ন নাশকতা চালায় নির্বাচন বিরোধীরা।
এতে ওই প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ এক কোটি ১০ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলাম জানান, জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোর আর্থিক ক্ষতির পরিমাণ ৮৪ লাখ ২৮ হাজার একশ’ টাকা।

জেলা শিক্ষা অফিসার মো. আজাহার আলী জানান, জেলায় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ক্ষতি ২৫ লাখ ৮৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনে ভোট গ্রহণের আগের ৩ ও ৪ জানুয়ারি এবং ভোট গ্রহণের দিন (৫ জানুয়ারি) গাইবান্ধায় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন বিরোধীরা অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস জানায়, জেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়, ২১টি উচ্চ বিদ্যালয়, দুইটি স্কুল এন্ড কলেজ, একটি মহিলা কলেজ এবং চারটি মাদ্রাসা হামলার শিকার হয়।

এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দরজা, জানালা, বেঞ্চ, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সম্পদ নষ্ট হয় ও পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৪   ৪৭৭ বার পঠিত