শুক্রবার, ১০ জানুয়ারী ২০১৪
শাহরুখ খান ২০তম স্ক্রিন অ্যাওয়ার্ডের উপস্থাপনা করবেন
Home Page » বিনোদন » শাহরুখ খান ২০তম স্ক্রিন অ্যাওয়ার্ডের উপস্থাপনা করবেনখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ বলিউড কিং খ্যাত অভিনেতা শাহরুখ খান ২০তম স্ক্রিন অ্যাওয়ার্ডের উপস্থাপনা করবেন। ১৪ জানুয়ারি এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। এদিকে উপস্থাপক হিসেবে শাহরুখের নাম ঘোষিত হওয়ার পর তিনি জানিয়েছে, অনুষ্ঠান উপস্থাপনা তিনি খুবই উপভোগ করেন। আর এই সুযোগ পাওয়ায় তার ভক্তদের কাছে নিজেকে আরো একবার মেলে ধরতে পারবেন বলে মনে করছেন তিনি। গত মঙ্গলবার এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিচারক, মনোনয়নপ্রাপ্তদের তালিকা এবং উপস্থাপকের নাম ঘোষণা করা হয়েছে। এরপর এক বিবৃতিতে শাহরুখ বলেন, ‘আমি সব সময়ই হোস্টিংটা উপভোগ করি। এবারে স্ক্রিন অ্যাওয়ার্ড আমাকে সেই সুযোগ করে দিয়েছে। ফলে আমি মনে করছি, ভক্তদের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আমার। আদতে আমার দর্শক ও ভক্তদের শুভ কামনা সব সময়ই আমার সঙ্গে থাকে।’ আনুষ্ঠানটি মুম্বাইয়ের লাইফ ওকে চ্যানেলে ২৫ জানুয়ারি প্রচারিত হবে। শাহরুখ আরও বলেন, ‘এটি স্ক্রিন অ্যাওয়ার্ডের ২০তম আসর। এবং প্রথমবারের মতো লাইফ ওকে এটি সম্প্রচার করছে। আমি জানি, এর মধ্য দিয়ে আমাদের একটি নতুন যোগাযোগ তৈর হলো। এবং এই যোগাযোগ আরো লম্বা সময় ধরে অব্যাহত থাকবে।’ এবারের আয়োজনে জুরির তালিকায় আছেন গোবিন্দ নিহালানি, অতুল অগ্নিহোত্রী, হোমি আদাজানি, মৌসুমী চ্যার্টার্জি, সোনালি কুলকার্নি ও শ্রেয়াস তালডপাদের মতো সিনিয়র শিল্পীরা। তারা ৩০টি ক্যাটাগরির জন্য গত বছরের হিন্দি ও মারাঠি সিনেমার সেরাদের বাছাই করবেন।
বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৬ ৪৩৮ বার পঠিত