শুক্রবার, ১০ জানুয়ারী ২০১৪
চবি ‘এ ইউনিট’ এর সাক্ষাতকার
Home Page » শিক্ষাঙ্গন » চবি ‘এ ইউনিট’ এর সাক্ষাতকারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদের অধীনে ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি।
বৃহস্পতিবার বিজ্ঞান অনুষদের ডিন ড. আবদুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম ১০১.৫০ থেকে ৭৭.০৭ পর্যন্ত উত্তীর্ণদের সাক্ষাৎকার নেয়া হবে। অন্যদিকে ৭৭.০০ থেকে ৭১.৯৮ মেধাক্রমের সাক্ষাৎকার নেয়া হবে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে ১৭ জানুয়ারি সকালে ৭১.৯৬ থেকে ৬৭.৭৫ এবং বিকেলে ৬৭.৭৫ থেকে ৬৩.৭৫ পর্যন্ত মেধাক্রমের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণের দিন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৪২:৪৫ ৩৮০ বার পঠিত