বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪
নির্বাচনোত্তর সহিংসতা ও ভোট কারচুপির প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
Home Page » সারাদেশ » নির্বাচনোত্তর সহিংসতা ও ভোট কারচুপির প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলনতমাল সাহা।সুসঙ্গ দুর্গাপুর
দশম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ফলাফলকে প্রত্যাখান করে স্বতন্ত্র প্রাথী শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল নির্বাচনোত্তর সহিংসতা ও ভোট কারচুপির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর উপজেলার জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কলমাকান্দা উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে বেশীর ভাগ কেন্দ্রে শাহ্ কুতুব উদ্দিন তালুকদারের এজেন্টদের জোর পূর্বক বের করে দিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হয়। কলমাকান্দা উপজেলার বামনগাঁও মিশনারী স্কুল, রামনাথপুর, হরিনধরা, পাঁচকাটা স্মরনীকা বিদ্যালয়, গোড়াগাঁও, খারনৈ, বরখাপন ইউনিয়নের কেন্দ্র সমুহে পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়ে এজেন্টদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল। এ সময় বিভিন্ন কেন্দ্রের ভোট জালিয়াতির ঘটনা তুলে ধরে আরো বক্তব্য রাখেন, সফিকুল ইসলাম, মেহেদী হাসান, মোকশেদ আলী খান, বাবুল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত দুই দিন যাবৎ কলমাকান্দা উপজেলায় সংখ্যা লঘু সম্প্রদায়ের মন্দিরে অগ্নিসংযোগ সহ প্রতিমা ভাঙ্গচুর এবং নির্বাচনে শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েলের এজেন্ট-সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন।
বাংলাদেশ সময়: ২২:২০:৩৬ ৩৬৩ বার পঠিত