বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪

আজ সকাল ১০টায় শপথ নিয়েছেন সাংসদরা

Home Page » আজকের সকল পত্রিকা » আজ সকাল ১০টায় শপথ নিয়েছেন সাংসদরা
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪



সংবিধান অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সাংসদদের শপথ পড়াবেন।

দুপুরে ইসির অনুমোদনের পর নাম, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ ২৯০ নির্বাচিত সংসদ সদস্যের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত নির্বাচিতদের গেজেট সন্ধ্যা সোয়া ৬টায় বিজি প্রেস থেকে ইসি সচিবালয়ে পৌঁছায়।

সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন বসারও কথা রয়েছে।

দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর গত ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত হন ১৩৯ জন। বাকি আটটি আসনে পুনর্ভোট হবে ১৬ জানুয়ারি।

এর মধ্যে যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলামের নাম বাদ রেখে বাকি ২৯০ আসনের গেজেট প্রকাশ করেছে ইসি।

গেজেট অনুযায়ী সংসদে আওয়ামী লীগ ২২৯, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, স্বতন্ত্র ১৪ এবং তরিকত ফেডারেশন, বিএনএফ ও জেপি একটি করে আসন পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৭:২৩   ৪৪২ বার পঠিত