বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪

এরশাদসহ দলের অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করবেন: রওশন এরশাদ

Home Page » প্রথমপাতা » এরশাদসহ দলের অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করবেন: রওশন এরশাদ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪



live24bd-rowshon.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশেই তিনি বিরোধী দলীয় নেতা হচ্ছেন গতকাল সন্ধ্যায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান এছাড়া, আজ বৃহস্পতিবার এরশাদসহ দলের অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করবেন বলেও জানান তিনি গত ১২ই ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসার কথা বলে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া পর দলের অবস্থান জানতে গণমাধ্যম কর্মীরা দিনের পর দিন রওশন এরশাদের বাসভবনের সামনে ধর্না দিলেও এক বারের জন্যও গণমাধ্যমের সামনে হাজির হননি তিনি তবে বুধবার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমবারের মত গণমাধ্যমের মুখোমুখি হলেন বরাবরই মিডিয়া বিমুখ রওশন পরিস্কার করলেন দলের অবস্থান বললেন, এরশাদের নির্দেশেই নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, এরশাদ এখন সুস্থ আছেন এবং দু-এক দিনের মধ্যেই ডাক্তার তাকে ছেড়ে দিবেন প্রধান দুই রাজনৈতিক দলকে সমস্যার সমাধানে আলোচনায় বসার পাশাপাশি সব দলের অংশ গ্রহণে একটি মধ্যবর্তী নির্বাচন হতে পারে বলেও সময় জানান তিনি

বাংলাদেশ সময়: ১১:৩২:১৯   ৩২৪ বার পঠিত