বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪
রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, নাশকতা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন
Home Page » প্রথমপাতা » রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, নাশকতা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েনখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটেল ডাকা লাগাতার অবরোধের মধ্যেই বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু হয়েছে।
যে কোনো ধরণের নাশকতা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্যের পাহারা বসানো হয়েছে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিরোধীদলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট এ অবরোধ কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ সময়: ১১:২৪:১৭ ৪১৯ বার পঠিত