সোমবার, ৬ জানুয়ারী ২০১৪

কিংবদন্তি ফুটবলার ইউসেবিও আর নেই

Home Page » এক্সক্লুসিভ » কিংবদন্তি ফুটবলার ইউসেবিও আর নেই
সোমবার, ৬ জানুয়ারী ২০১৪



youcibi12.jpgবঙ্গ-নিউজ ডটকম; পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ও ১৯৬৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোল দাতা ইউসেবিও আর নেই। রোববার ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস করেন। ১৯৬৬তে ইংল্যান্ড বিশ্বকাপে ইউসেবিও করেন সর্বোচ্চ ৯ গোল। যার মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে রয়েছে ৪ গোল। এই কিংবদন্তি স্ট্রাইকার ১৯৪২ সালে পর্তুগালের উপনিবেশ মোজাম্বিকে জন্মগ্রহণ করেন। ইউসেবিও পুর্তগালের হয়ে ৬৪ ম্যাচে করেছেন ৪১ গোল। এদিকে ইউসেবিও’র মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বিশ্বফুটবলাঙ্গনে। পর্তুগাল ফুটবল তারকা ক্রিশ্চিয়ান রোনালদো এক টুইটার বার্তায় রোনালদো জানান, তিনি পরজীবনে শান্তিতে থাকুক এটাই আমি চাই’। এসময় ইউসেবিও’র সঙ্গে তোলা একটি ছবিও রোনালদো টুইটারে পোষ্ট করেন।

বাংলাদেশ সময়: ০:৪৩:১৬   ৩৪৬ বার পঠিত