রবিবার, ৫ জানুয়ারী ২০১৪
দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু, হরতাল অবরোধের মধ্যে
Home Page » এক্সক্লুসিভ » দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু, হরতাল অবরোধের মধ্যেবঙ্গ-নিউজডটকম: হরতাল-অবরোধের মধ্যেই শুরু হলো দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১শ‘ ৫৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এ নির্বাচনে ভোট হচ্ছে ১৪৭টি আসনে।
কড়া নিরাপত্তার মধ্যে সারাদেশে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮ হাজার ২০৮ টি। ১৪৭ টি আসনে ভোটারের সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯শ‘ ৩৮। আর প্রার্থী ৩শ‘ ৯০ জন। এ নির্বাচনে অংশ নিচ্ছে ১২টি দল।
এর মধ্যে আওয়ামী লীগ ১শ‘ ২০টি আসনে লড়ছে, ২৭টি আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। জাতীয় পার্টি ৬৬, জাতীয় পার্টি-জেপি ২৭, জাসদ ২১, ওয়ার্কার্স পার্টি ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যান্য দলের প্রার্থী একজন করে। নির্বাচন নির্বিঘ্ন করতে সারাদেশে পৌণে ৪ লাখ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও ব্যালট পেপার লুটের কারণে লক্ষ্মীপুরে ৪টি, ঠাকুরগাঁওয়ে ৩টি এবং ফেনীর একটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:২০ ৩৭৩ বার পঠিত