রবিবার, ৫ জানুয়ারী ২০১৪
নেটওয়ার্ক নেই বান্দরবণে
Home Page » প্রথমপাতা » নেটওয়ার্ক নেই বান্দরবণেখোকন:বঙ্গ-নিউজডটকম: দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে রোববার সকাল থেকে বান্দরবন পার্বত্য জেলায় সরকারি-বেসরকারি সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে জেলায় শান্ত ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখতে বেসরকারি মোবাইল অপারেটরদের নির্দেশ প্রদান করা হয়। এ নির্দেশ পাওয়ার পর বোরবার সকাল থেকে টেলিটকসহ সব মোবাইল অপারেটর এক যোগে তাদের নেটওয়ার্ক বন্ধ রাখে।
এ জেলায় ৩১টি ইউনিয়নে ১৬৩টি ভোট কেন্দ্রে রয়েছে। তার মধ্যে ১০৩টি ঝুঁকিপূর্ণ এবং ৩৭টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ণিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:২৯:৫১ ২৮৬ বার পঠিত