রবিবার, ৫ জানুয়ারী ২০১৪
ভোট ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে নাশকতা
Home Page » প্রথমপাতা » ভোট ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে নাশকতাখোকন:বঙ্গ-নিউজডটকম: ভোট ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নির্বাচনী সরঞ্জাম লুটসহ বিক্ষিপ্ত নাশকতার ঘটনা ঘটেছে। রংপুরে ভোটকেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন, নীলফামারীতে ২ জন ও ফেনীতে ১ নিহত হয়েছে।
রোববার ভোরে রংপুরে পীরগাছার মেকুড়ায় ভোটকেন্দ্র দখলের সময় পুলিশের সঙ্গে ২ জন নিহত হয়। নীলফামারীর ডিমলায় ভোটকেন্দ্রে আগুন দেয়ার সময় পুলিশের গুলিতে ১ জন এবং জলঢাকায় সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এছাড়া ফেনীতে ১ জন নিহত হয়।
এছাড়া, গতরাতে ঠাকুরগাঁওয়ের রায়পুরে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় পুলিশের ৬ সদস্য এবং অন্য এক নির্বাচনী কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে বিস্ফোরকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:২৫:২৩ ২৯৮ বার পঠিত