রবিবার, ৫ জানুয়ারী ২০১৪
দশম জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা ও স্থায়ীত্ব নিয়ে সংশয় বিশ্লেষকদের
Home Page » প্রথমপাতা » দশম জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা ও স্থায়ীত্ব নিয়ে সংশয় বিশ্লেষকদেরখোকন:বঙ্গ-নিউজডটকম: ১৫৩টি আসনে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় দশম জাতীয় সংসদ নির্বাচনে ৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই এত বিপুল সংখ্যক ভোটার বিহীন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। ভোটার বিহীন এই নিরুত্তাপ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের বৈধতা ও স্থায়ীত্ব নিয়েও সংশয় প্রকাশ করেন তারা।
প্রধান বিরোধী দল বিএনপি সহ মোট ২৯টি রাজনৈতিক দল ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় ৩শ‘টি আসনের মধ্যে ১৫৩টি আসনের প্রার্থী এরই মধ্যে নির্বাচিত হয়ে গেছেন। বাকি ১৪৭ টি আসনে যে নির্বাচন হচ্ছে সেগুলোতেও মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাতে গোনা মাত্র ৩৯০ জন। তাই ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনেকটাই নিরুত্তাপ।
নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ভোটার সংখ্যা ৯ কোটি ২১ লাখ ২৯ হাজার ৮শ ৫২ জন। নিয়মানুযায়ী তাদের সকলের এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকার কথা থাকলেও, ভোট দিতে পারবেন সৌভাগ্যবান ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯শ‘ ৩৮ জন। বিশ্লেষকরা বলছেন প্রায় ৫২ শতাংশ ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই তারা এই নির্বাচনকে ভোটার ও প্রার্থীবিহীন উল্লেখ করে এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত- ১৫৩ আসনের প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা চলছে- ১৪৭ আসনে
মোট ভোটার- ৯ কোটি ২১ লাখ ২৯ হাজার ৮শ ৫২ জন
ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯শ ৩৮ জন
ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না- ৪ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৯শ ১৪ জন
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই নির্বাচনের মাধ্যমে সংবিধানের যে মূল চেতনাকে লঙ্ঘন করা হবে। তিনি বলেন, বস্তুত এটি মুখরক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নয়। এই নির্বাচনটি শুধুই বিতর্কিত-ই নয় বরং দেশে বিদেশে এর গ্রহনযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, যেহেতু ১৫৩ আসনে ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না এর ফলে পুরো বিষয়টি সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে। বাকি ১৪৭টি আসনে নির্বাচনের বেলায়ও আবার একই দলের বা জোটের মধ্যে হচ্ছে, তাই সেখানেও গ্রহনযোগ্যতা থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
তাদের মতে ভোটার বিহীন এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা হুমকির মুখে পড়তে পারে।
সংবিধান অনুযায়ী ৩০০টি আসন থেকে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জন প্রতিনিধিরাই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার কথা থাকলেও দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এই সংসদের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সেই সাথে এই নির্বাচনের ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও সাংঘর্ষিক হয়ে উঠতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ১৩:২২:২৭ ৩১৪ বার পঠিত