রবিবার, ৫ জানুয়ারী ২০১৪
বাংলাদেশেই থাকছে এশিয়া কাপ: এসিসি
Home Page » ক্রিকেট » বাংলাদেশেই থাকছে এশিয়া কাপ: এসিসিখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ সব গুঞ্জন আর শঙ্কাকে পাশ কাটিয়ে অবশেষে ২০১৪ এশিয়া কাপ বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। শ্রীলঙ্কার কলম্বোয় শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি‘র বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে এসিসি‘র সব দেশের প্রতিনিধিরা বাংলাদেশে খেলা অনুষ্ঠানের পক্ষেই মত দিয়েছে বলে জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বেলা ১টার দিকে কলম্বো থেকে টেলিফোনে তিনি এই তথ্য জানান।
নাজমুল হাসান পাপন আরও বলেন, টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার মত পরিস্থিতি বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি। পাকিস্তানের প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে খেলতে আসলে আমাদের কোন সমস্যা নেই, আমরা সবাইকে সমান নিরাপত্তা প্রদান করবো।
আবশ্য, পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আসা কিংবা না আসা নির্ভর করছে তাদের সরকারের সিদ্ধান্তের উপর। আর যদি পাকিস্তান না আসে তবে তাদের ছাড়াই টুর্নামেন্ট শুরু হবে বলে জানান পাপন। বলেও মন্তব্য করেন তিনি সরকার দায়ী থাকবে।
বাংলাদেশ সময়: ৪:১৯:২৭ ৩৩১ বার পঠিত