রবিবার, ৫ জানুয়ারী ২০১৪
তাদের ভুল বুঝতে পেরেছে বিরোধী দল: সুরঞ্জিত সেনগুপ্ত
Home Page » প্রথমপাতা » তাদের ভুল বুঝতে পেরেছে বিরোধী দল: সুরঞ্জিত সেনগুপ্তখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ বিরোধী জোট নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে যে ভুল করেছে তা বুঝতে পারছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিন প্লাজার সামনে তিনি সময় সংবাদকে এ কথা বলেন।
তিনি বলেন, বিরোধী দল যদি একগুয়েমির পথ ছেড়ে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে চায় তবে মহাজোটের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বিরোধী দল তাদের ভূল বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি সরকার দায়ী থাকবে।
বাংলাদেশ সময়: ৪:১৩:৪২ ৩২৪ বার পঠিত