রবিবার, ৫ জানুয়ারী ২০১৪
‘নির্বাচন বন্ধ না করলে পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে’
Home Page » প্রথমপাতা » ‘নির্বাচন বন্ধ না করলে পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে’খোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ না করলে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। শনিবার বিকালে গুলশানে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এছাড়া সব শ্রেণী পেশার মানুষকে ভোটকেন্দ্রে না যাওয়ারও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ থেকে অবিলম্বে মুক্ত করা না হলে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য সরকার দায়ী থাকবে।
বাংলাদেশ সময়: ৩:৫৬:৪০ ৩৩৪ বার পঠিত