রবিবার, ৫ জানুয়ারী ২০১৪
বিএনপি নির্বাচনে আসেনি যুদ্ধাপরাধীদের বিচার করায়: তোফায়েল আহমেদ
Home Page » প্রথমপাতা » বিএনপি নির্বাচনে আসেনি যুদ্ধাপরাধীদের বিচার করায়: তোফায়েল আহমেদখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্যই ৫ই জানুয়ারী নির্বাচন হবে এবং কোনো শক্তিই এই নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। শনিবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেনি প্রধান বিরোধীদল বিএনপি।
বাংলাদেশ সময়: ৩:৫৪:১৪ ২৭৮ বার পঠিত