শনিবার, ৪ জানুয়ারী ২০১৪
মনমোহন প্রধানমন্ত্রী হিসেবে রাহুলকে চান
Home Page » বিশ্ব » মনমোহন প্রধানমন্ত্রী হিসেবে রাহুলকে চানরাজুবঙ্গ-নিউজ ডটকমঃ ভারতের ভবিষ্যৎ কংগ্রেস দলীয় প্রধানমন্ত্রী হিসেবে গান্ধি পরিবারের তরুণ সদস্য রাহুল গান্ধির প্রতি সমর্থন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং।
আর কোনো মেয়াদে প্রধানমন্ত্রীত্ব করবেন না বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মনমোহন ঘোষণা দিয়েছেন।
মনমোহন বলেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে তা হবে “বিপর্যয়কর”।
মৃদুভাষী অর্থনীতিবিদ মনমোহন সুযোগ পেয়েই বেশ জোরেশোরে মোদির তীব্র সমালোচনা করেছেন। কিন্তু ভারতব্যাপী বেশ কিছু জরিপে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে রাহুল থেকে মোদিই এগিয়ে আছেন বলে দেখা গেছে।
বর্তমানে ৮১ বছর বয়সী প্রধানমন্ত্রী মনমোহন সিং গত একদশক ধরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২২ বছর আগে ভারতের অর্থমন্ত্রী হিসেবে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতিকে দক্ষতা ও দ্রুততার সঙ্গে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেন তিনি।
একদশকের মধ্যে অর্থনীতির সবচেয়ে নিম্ন প্রবৃদ্ধির পরিস্থিতিতে শুক্রবার মনমোহন স্বীকার করেন, তার সরকার উৎপাদন ব্যবস্থায় কর্মসংস্থান করতে এবং মূল্যস্ফীতি ও দুর্নীতির সঙ্গে লড়াই করতে ব্যর্থ হয়েছে।
এই পরিস্থিতিতে, আসছে মে অথবা জুনের জাতীয় নির্বাচনে রাহুলের নেতৃত্বে কংগ্রেস ভোটে নামলে এইসব সমস্যা তার জয়ের পথ কঠিন করে তুলবে। ইতোমধ্যে রাজ্য নির্বাচনগুলোতে রাহুলের নেতৃত্বের ব্যর্থতায় কংগ্রেস পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে।
কিন্তু এসবের পরও ৪৩ বছরের রাহুলই হতে যাচ্ছেন কংগ্রেসদলীয় প্রধানমন্ত্রী প্রার্থী।
এ বিষয়ে বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন বলেছেন, “আগামী কয়েক মাসের মধ্যে সাধারণ নির্বাচনের পর, আমি নতুন প্রধানমন্ত্রীর হাতে দায়িত্বভার তুলে দেব। এরপর থেকে নতুন প্রজন্ম দেশকে নেতৃত্ব দেবে।”
“প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য রাহুল গান্ধি অসাধারণ যোগ্যতা রাখেন, আমি আশা করবো উপযুক্ত সময়েই আমাদের দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
১৭ জানুয়ারি কংগ্রেস দলের সর্বোচ্চ পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই পরবর্তী নির্বাচনে দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:৩৭:২৫ ৩০৩ বার পঠিত