শনিবার, ৪ জানুয়ারী ২০১৪
ভিডিও বার্তায় নির্বাচন বর্জনের আহ্বান তারেক রহমানের
Home Page » জাতীয় » ভিডিও বার্তায় নির্বাচন বর্জনের আহ্বান তারেক রহমানেরবঙ্গ-নিউজডটকমঃ জনগণকে আওয়ামী লীগের একদলীয় নির্বাচন বর্জনের আহ্বান এবং দলের নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।শনিবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানা গেছে। দলের নেতাকর্মীদের কোনো ধরণের লোভ লালসায় না জড়ানোর আহ্বান জানান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের বলেছেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ভিডিও বার্তায় একতরফা নির্বাচন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ সময়: ১১:৪৯:০৫ ২৯৮ বার পঠিত