শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪

খালেদারভোট বর্জনের ডাক

Home Page » জাতীয় » খালেদারভোট বর্জনের ডাক
শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪



khaleda.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ নিজেকে গৃহবন্দি দাবি করে রোববারের ভোট বর্জনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার পুরো বিবৃতি

শুক্রবার রাতে তার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।

তিনি বলেন, “আমি দেশবাসীকে নির্বাচনের নামে ৫ জানুয়ারির কলংকময় প্রহসন পুরোপুরি বর্জনের আহ্বান জানাচ্ছি। এই প্রহসনকে দেশে-বিদেশে কোথাও কেউ নির্বাচন হিসেবে বৈধতা দেবে না। এর মাধ্যমে বৈধতার খোলস ছেড়ে অবৈধ মূর্তিতে আবির্ভূত হবে আওয়ামী লীগ সরকার।”

বিকালে ভোট এবং ভোটের আগের দিন ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণার পর এ আহ্বান জানালেন বিএনপি প্রধান।

নিজ বাসায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে থাকার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “আমি শান্তিপূর্ণ ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর থেকে ভীত সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের দিয়ে আমার বাসভবন ঘিরে রেখেছে। আমাকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। কোনো ঘোষণা ছাড়াই সরকার কার্যত আমাকে গৃহবন্দি করে রেখেছে। কেবল তাই নয়, আমার অফিস এবং বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ।”

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩৮   ৩১১ বার পঠিত