শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪
বার্সা স্ট্রাইকার ইনিয়েস্তা নতুন বছর ভালভাবে শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী
Home Page » খেলা » বার্সা স্ট্রাইকার ইনিয়েস্তা নতুন বছর ভালভাবে শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসীখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ রোববার লা লিগায় নিজেদের মাঠ ন্যূ-ক্যাম্পে এলচের বিপক্ষে নতুন বছরে প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে তারকায় ঠাসা দল বার্সেলোনা। দলে নানা ইনজুরি সমস্যা থাকলেও শুরুটা বেশ ভালো ভাবেই করতে চান বার্সা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। আর মেসির ফিরে আসা, নেইমারের দারুন ফর্ম, সবকিছু মিলিয়ে বছরটা বেশ ভালোভাবে কাটবে বলে বিশ্বাস করেন তিনি। বার্সেলোনা এফসির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা জানান, ‘মেসি থাকা মানেই অসাধারন কিছু। সে আমাদের দলের প্রাণ। সে মাঠে থাকলে প্রতিপক্ষ যেমন ভয় পায় আমরা তেমন সাহস পাই। অবশ্যই সে সুস্থ থেকে দলকে সারা বছর ভালো সার্ভিস দিতে পারবে, এটাই কামনা করি।‘
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫৬ ৪৩৪ বার পঠিত