শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪

বগুড়ায় শিবির সভাপতি কবজি হারালো বোমা বানাতে গিয়ে

Home Page » প্রথমপাতা » বগুড়ায় শিবির সভাপতি কবজি হারালো বোমা বানাতে গিয়ে
শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪



20140100151300wbogra-bomb.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ বগুড়ায় একটি ছাত্রাবাসে বোমা বানানোর সময় বগুড়া সরকারী আজিজুল হক কলেজের ছাত্র শিবিরের সভাপতি জুয়েল সরকারের বাম হাতের কবজি উড়ে গেছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ডাক্তার জন নার্সকে আটক করেছে পুলিশ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বেলা ১১টায় শহরের ইসলামী হাসপাতালে অভিযান চালায় সময় জুয়েলকে তালাবদ্ধ ঘরে চিকিৎসারত অবস্থায় দেখতে পান তারা
আটকের পর জুয়েলকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এরপর অবস্থার আরো অবনতি হলে জুয়েলকে ঢাকায় নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩৯   ৩৪৬ বার পঠিত