শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪
‘বেগম জিয়া গৃহবন্দি-এমন কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই’
Home Page » প্রথমপাতা » ‘বেগম জিয়া গৃহবন্দি-এমন কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই’খোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ বেগম খালেদা জিয়া গৃহবন্দি-এমন কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মেরি হার্ফ বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সহিংসতা গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে।‘
পাশাপাশি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো দুই দল ঐকমত্যে পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে মেরি হার্ফ আরও বলেন, ‘বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এতে আমরা হতাশ। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এর প্রয়োজনীয়তার ওপরে আমাদের সংশ্লিষ্টতা নির্ভর করবে।‘
বিরোধী দলীয় নেতার গৃহবন্দির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনো আমরা কিছু জানতে পারিনি।‘
বাংলাদেশ সময়: ১৫:১৮:১৮ ৩২৭ বার পঠিত