শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪
সকল ক্রিকেট টুর্নামেন্টের নিরাপত্তা দেবে সরকার, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত
Home Page » খেলা » সকল ক্রিকেট টুর্নামেন্টের নিরাপত্তা দেবে সরকার, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্তখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্ব আসরে অংশগ্রহণ কারী দলগুলোর নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আর এ আসরগুলো চলা অবস্থায় রাজনৈতিক দলগুলো বিসিবি‘র পাশে থাকবে, এমন ইতিবাচক সাড়াই তাদের কাছ থেকে মিলেছে বলে জানান, বিসিবি‘র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। নিরাপত্তাজনিত কারণে গেলো বছর বিসিবি পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল না পাঠানোর শোধ হিসেবে বিপিএল-এর দ্বিতীয় আসরে পিসিবিও, তাদের খেলোয়াড় পাঠায় নি। বিসিবি ও পিসিবি‘র সম্পর্কের টানাপোড়েনের শুরুটা সেখানেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ভালোই সুযোগ নিয়েছে পাকিস্তান। আনুষ্ঠানিক ভাবে না জানালেও, ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্ব আসরে অংশগ্রহণ নিয়ে তাদের সংশয়ের কথা। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তারা। এ প্রসঙ্গে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘যে ক্রিকেট টুর্নামেন্ট গুলো হবে সেগুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ে একটি সভা হয়েছে। সভায় আমাদের জানানো হয়েছে সরকারের যে সকল নিরাপত্তা বাহিনী আছে তারা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে টুর্নামেন্ট হবে সবগুলোর নিরাপত্তা দেবে।‘ এদিকে, প্রধান বিরোধী দলের সাথে বিসিবি‘র আনুষ্ঠানিক বৈঠক এখনো না হলেও, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানান এই বোর্ড কর্তা। এখনও কোন দেশ আনুষ্ঠানিক বাংলাদেশে খেলার ব্যাপারে আপত্তি জানায়নি। তাই, শনিবার কলম্বোতে এসিসি‘র বৈঠকেই হয়তো সব প্রশ্নের জবাব মিলবে।
বাংলাদেশ সময়: ১৫:১৪:৫৫ ৪১২ বার পঠিত