শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মনি সিংহ মেলা সমাপ্ত
Home Page » সারাদেশ » দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মনি সিংহ মেলা সমাপ্ততমাল সাহা।স্টাফ রিপোর্টারটঙ্ক আন্দোলনের মহান নেতা , মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতদিন ব্যাপী মেলায় জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,দেশবরেন্য বুদ্ধিজীবি,ও সাংস্কৃতিক ব্যাক্তিগন এর উপস্থিতিতে বুধবার গভীর রাতে শেষ হল সাতদিনব্যাপি মণি সিংহ মেলা।
মেলা কমিটির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠ ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল,উপজেলা বিএনপি নেতা এসএম আব্দুল্লাহ আল্ মামুন মুকুল প্রমূখ। আলোচনা শেষে সপ্তাহব্যাপি মণি মেলায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ১৩:০৭:৪৯ ৫৭১ বার পঠিত