শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪

পেট্রোল বোমায় ট্রাক চালকসহ নিহত ২

Home Page » প্রথমপাতা » পেট্রোল বোমায় ট্রাক চালকসহ নিহত ২
শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪



index_20137.jpgরাজু বঙ্গ-নিউজ ডটকমঃ দিনাজপুরের হিলিতে অবরোধকারীদের হামলায় পিঁয়াজবাহী ট্রাকের চালকসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর থেকে প্রায় ১০ কিলো মিটার দূরে ঘোড়াঘাট উপজেলার কাছে ইটাই বাওনা নামক এলাকায়।হিলি স্থলবন্দর থেকে ঘোড়াঘাট অভিমুখে একটি পিঁয়াজবাহী ট্রাক যাওয়ার পথে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ২ জন নিহত হন। আহত হয় ট্রাকের শ্রমিকসহ আরও ৩ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাকিমপুর থানায় নিয়ে আসে।

দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এ হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমাদের অর্থাৎ প্রশাসনকে অবগত না করেই কোন নিরাপত্তা ছাড়াই পিঁয়াজবাহী ট্রাকটি হিলি স্থলবন্দর থেকে রওনা দেয়। ফলে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তা অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশ সময়: ৯:৩৯:২৬   ২৯৫ বার পঠিত