বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪

আসুন সমঝোতার পথে: বিএনপি

Home Page » জাতীয় » আসুন সমঝোতার পথে: বিএনপি
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪



15_paltan_291213.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ বিরোধী দলবিহীন নির্বাচনের পথ থেকে সরে আসতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

নির্বাচন ঠেকাতে টানা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে তা না হলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক।

ভোটের তিন দিন আগে নিরুত্তাপ অবরোধের মধ্যে গুলশানে নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন বিএনপির এই নেতা।

দলীয় কার্যালয় ও চেয়ারপারসনের কার্যালয় অবরুদ্ধ থাকার কারণে বাড়িতে এই সংবাদ সম্মেলন বলে বিএনপি নেতারা জানান।

ওসমান ফারুক বলেন, “এই প্রহসনের নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। এরপরও প্রধানমন্ত্রী একগুয়েমির পথ থেকে সরে আসছেন না।

“ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীকে বলব, এখনো সময় আছে, ৫ জানুয়ারির ভোট বন্ধ করুন। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা নিন।”

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪৮   ২৭২ বার পঠিত