বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪

গোপালীরা কপালীও হয়: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » গোপালীরা কপালীও হয়: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪



7e6d1834330ca295535f95fb8e1e7109.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি গর্বিত যে আমার জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। যে যা-ই বলুক না কেন, গোপালিরা কপালিও হয়।বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গোপালগঞ্জ সমিতির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে ইঙ্গিত প্রধানমন্ত্রী বলেন, গোপালগঞ্জের নাম শুনলে উনার গায়ে জ্বালা ধরে। কিন্তু কেন জ্বলে জানি না।’

গোপালগঞ্জ খালেদা জিয়ার অপছন্দ হওয়ার কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধের বিচার শুরু করেন। ১৯৭৫ সালে তাঁকে সপরিবারে হত্যার পর এই যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে মন্ত্রী-প্রধানমন্ত্রী বানিয়ে পুনর্বাসন করেছিলেন খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান।

তিনি বলেন, তাঁর মুখ থেকে এ ধরনের উক্তি আসবে, এটিই স্বাভাবিক। গোপালগঞ্জের নাম শুনলে উনার গায়ে জ্বালা ধরে। কেন জ্বলে জানি না। তিনি প্রশ্ন রাখেন, বিচার না করে খুনিদের হিরো বানানোর চেষ্টা করেছিলেন কারা? যিনি তিক্ত কথা বলেন, তাঁর স্বামী মেজর ছিলেন। বঙ্গবন্ধু তাঁকে মেজর জেনারেল বানিয়েছিলেন। এক ব্যক্তির কোনো জেলার ওপর এত রাগ কেন, সে প্রশ্নও তোলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ওনার জন্ম কিন্তু বাংলাদেশে নয়, ওনার জন্ম ভারতের শিলিগুড়িতে। কাজেই যার জন্ম বাংলাদেশেই নয়, তার তো এদেশের প্রতি ভালোবাসা থাকবে না। ওনার জান তো পাকিস্তানে পড়ে আছে। এ দেশ ভালো না লাগলে উনি পাকিস্তানে যেতে পারেন। তার পরও তিনি যেন এদেশের মানুষকে যন্ত্রণা না দেন।

প্রধানমন্ত্রী বলেন, সব সময় গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে গুরুত্ব দিয়েছে সরকার। রুপকল্প ২০২১ এ পরিকল্পনা আছে। আমাদের ইশতিহারেও ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত হিসেবেন গড়ে তোলার পরিকল্পনা আছে।

সরকার গণতন্ত্রের জন্য কাজ করছে দাবি করে শেখ হাসিনা বলেন, গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হতে পারে না। এ জন্য গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। সরকারের দেশের গনতন্ত্র ধারবাহিক রাখতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪২   ৩০২ বার পঠিত