শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৩

ওবামাকে বিষ মাখানো চিঠি..।

Home Page » ফিচার » ওবামাকে বিষ মাখানো চিঠি..।
শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৩



omaba.jpegবঙ্গ-নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিষ মাখানো চিঠি পাঠানোর ঘটনায় সন্দেহভজান এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, বোস্টন ম্যারাথনে বোমা হামলার সঙ্গে ওবামাকে বিষ মাখানো চিঠি পাঠানোর কোন যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। বুধবার বিকালে পল কেভিন কার্টিস নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এএফপি জানিয়েছে ওবামাকে পাঠানো চিঠিটি তার কাছে পৌঁছায়নি। তার আগেই ব্যবস্থা নেন কর্মকর্তারা। ওই চিঠিতে লেখা ছিল, আমি কেসি ও আমি এ বার্তা অনুমোদন করছি। মিসিসিপি অঙ্গরাজ্যের করিন্থের বাসিন্দা কেভিন কার্টিসকে তার বাড়ি থেকে আটক করা হয়। এফবিআই জানিয়েছে, চিঠিটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আবারও পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। এদিকে গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের (এসএস) মুখপাত্র এডউয়িন ডোনোভান বলেছেন, চিঠিটির উৎস খুঁজে বের করতে ইউএস ক্যাপিটল পুলিশ ও এফবিআইয়ের সঙ্গে তারা একসঙ্গে কাজ করছে এসএস।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১৫   ৫১৬ বার পঠিত