বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪

১৯৪৭ সালের সাথে মিলে গেছে ২০১৩ সাল !

Home Page » প্রথমপাতা » ১৯৪৭ সালের সাথে মিলে গেছে ২০১৩ সাল !
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪



2014-and-19471.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ২০১৩ শেষেই আর কারো নতুন ক্যালেন্ডার কিনতে হবে না যার কাছে ১৯৪৭ সালের ক্যালেন্ডার রয়েছে তার জন্য  এই সুবিধা! অর্থ্যাৎ ১৯৪৭ সালের সাথে পুরোপুরি  মিলে গেছে ২০১৪ সালের ক্যালেন্ডার একেবারে মাস, দিন, বারসহ হুবহু মিল ১৯৪৭ সালের বছরটি যেভাবে শুরু হয়েছে ২০১৪ সালও সেভাবেই শুরু হবে। তাছাড়া শেষও হবে একইভাবে এবং চলবেও একইভাবে

অন্যদিকে মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। মানুষ ধারণা করছে উপমহাদেশে ১৯৪৭ সালের মতো কী ২০১৪ সালেও রাজনৈতিক পটপরিবর্তন ঘটতে যাচ্ছে?

তবে আর যাই হোক, এই নিয়ে আনন্দ অনেকের মনে। এরকম একটি ইতিহাসের সাক্ষী হতে পারা কম কথা নয়

বাংলাদেশ সময়: ১৪:৫২:১০   ১২৯২ বার পঠিত