বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪
জয় পেয়েছে আবাহনী প্রিমিয়ার লিগ ম্যাচে
Home Page » খেলা » জয় পেয়েছে আবাহনী প্রিমিয়ার লিগ ম্যাচেখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে কষ্টের জয় পেয়েছে চারবারের চ্যাম্পিয়ন আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনেকটা একপেশে ম্যাচে ভাগ্যের জোরে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার ম্যাচের শুরু থেকেই আবাহনীকে চেপে ধরে ব্রাদার্স। ১০ মিনিটেই ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একনের কল্যানে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাদার্স কিন্তু আবাহনীর গোলরক্ষক সোহেল বিপদমুক্ত করেন দলকে। এরপর প্রথমার্ধে আরও একডজন সুযোগ পেলেও ভাগ্যের সহায়তা না থাকায় একটিও গোল পায়নি ব্রাদার্সের স্ট্রাইকাররা। বিরতির পর ৪৮ মিনিটে আবাহনীর ফরোয়ার্ড তৌহিদুল আলমের ক্রস ব্রাদার্সের ডিফেন্ডার ফ্রান্সিস ক্লিয়ার করতে ব্যর্থ হলে মোক্ষম সুযোগটা পেয়ে যান দলের ঘানাইয়ান ফরোয়ার্ড ওসেই মরিসন। আর তা থেকেই চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন মৌসুমের হ্যাট্টিকম্যান। এগিয়ে গিয়েও স্বস্তিতে ছিল না ধানমন্ডির দলটি। পরপর দুইবার দুটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েও অভিজ্ঞ ওয়ালী ও মিশুর দৃড়তায় এ যাত্রায় রক্ষা পায় আবাহনী। শেষে, ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীল জার্সিরা।
বাংলাদেশ সময়: ১১:২৮:৫২ ৩৩৪ বার পঠিত