বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪

রাজনৈতিক দলের নির্বাচনী ভাষণ প্রচার বিটিভিতে

Home Page » প্রথমপাতা » রাজনৈতিক দলের নির্বাচনী ভাষণ প্রচার বিটিভিতে
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪



url.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৪টি দলের প্রধান বুধবার রাতে বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ভাষণ দিয়েছেন অংশ নেয়া দলগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং জাতীয় পার্টি (জেপি) এছাড়া পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি (এরশাদ) প্রধানদেরও ভাষণ দেয়ার কথা রয়েছে চারটি দলের মধ্যে প্রথমেই বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ভাষণ দেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর আহ্বায়ক আবুল কালাম আজাদ এরপর ভাষণ দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের মুখপাত্র এবং জাতীয় পার্টি (জেপি) এর আনোয়ার হোসেন মঞ্জু এদের প্রত্যেকেই ১৫ মিনিট করে ভাষণ দেয়ার সুযোগ পান পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ ৪০ মিনিট এবং জাতীয় পার্টি (এরশাদ) ২০ মিনিট ভাষণ দেয়ার সুযোগ পাবেন এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ৬টি দলকে বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেয়ার সুযোগ দেয়া হচ্ছে

বাংলাদেশ সময়: ১১:০৮:২৬   ৩২৮ বার পঠিত