বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু তিতাসের ২১নং কূপ থেকে
Home Page » প্রথমপাতা » জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু তিতাসের ২১নং কূপ থেকেখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের ২১ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ গ্যাস সরবরাহ শুরু হয়। প্রকল্প পরিচালক আহমেদ হোসেন জানান, এই কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের নিজস্ব অর্থায়নে প্রায় দেড়শ‘ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালের ৩ নভেম্বর কূপটির খনন কাজ শুরু হয়। প্রায় ১ মাস পর ৮ ডিসেম্বর খনন কাজ শেষে গত ২৬ ডিসেম্বর এ কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়।
বাংলাদেশ সময়: ১১:০৩:০৯ ৩২৫ বার পঠিত