বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪
৫ কোটি টাকা মুল্যের স্বর্ণ উদ্ধার, আটক ৫
Home Page » প্রথমপাতা » ৫ কোটি টাকা মুল্যের স্বর্ণ উদ্ধার, আটক ৫খোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ এক হাজার তিনশো চল্লিশ ভরি স্বর্ণসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার থেকে র্যাব সদস্যরা তাদের আটক করে। আটককৃত স্বর্ণের চালানটি হংকং থেকে মঙ্গলবার রাতে হযরত শাহ জালাল বিমান বন্দর দিয়ে বাংলাদেশে ঢোকে। আটককৃত মুহাম্মদ আলীকে চক্রের মূল হোতা বলে দাবি করেছে র্যাব। গোয়েন্দা তথ্যমতে, র্যাব সদস্যরা বুধবার রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে আন্তর্জাতিক চোরাচালান চক্রের মোহাম্মদ আলী (৫৬), বিমানবন্দরের জুনিয়র নিরাপত্তা কর্মকর্তা কামরুল ইসলাম (৪০), এয়ারক্রাফট সুইপিং তত্ত্বাবধায়ক আবু জাফর এবং ভারতীয় নাগরিক আহমেদ জামিল টুকি (৩৫) কে গ্রফতার করে বলে জানিয়েছে র্যাব। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৩শ‘ ৪০ ভরি (১৩৪টি বার) স্বর্ণ জব্দ করে র্যাব। জব্দকৃত ১শ‘ ৩৪টি স্বর্নের বর্তমান বাজার মুল্য আনুমানিক ৫ কোটি ১৪ লাখ টাকা। বুধবার সকালে র্যাবের একটি দল এই অভিযান চালায় বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান। র্যাবের এক ব্রিফিংয়ে গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, ‘অনেক স্বর্ণের চোরা চালানই ধরা পড়েছে। স্বর্ণের চালান যখন বাংলাদেশের আসে তখন এই পরিস্থিতিতে আমরা কাজ করতে শুরু করি। আমাদের র্যাবের গোয়েন্দারা এই স্বর্ণের চোরা চালানের হোতাদের চিহ্নিত করে কাজ শুরু করে। তিনি বলেন, ‘আমরা গোপন সূত্রে জানতে পারি গতকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০১৩ মধ্যরাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি-০০৯১, হংকং থেকে এসে ঢাকায় ল্যান্ড করবে, এ রকম একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হয়ে আসতে পারে। এই তথ্যের পরিপ্রিক্ষিতেই আজ (বুধবার) সকাল বেলা উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আমরা স্বর্ণ চোরাচালান চক্রেরমুল হোতা মোহাম্মদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হই।
বাংলাদেশ সময়: ১০:৪৪:০৮ ৩৫৬ বার পঠিত