বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪
১৮ দলের টানা অবরোধ কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে
Home Page » প্রথমপাতা » ১৮ দলের টানা অবরোধ কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হচ্ছেখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ১৮ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিরোধীদলীয় জোটের কোনো মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে মহানগরীর বিভিন্ন সড়কে গণপরিবহনসহ রিকশা-অটোরিকশা, সিএনজি চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা থেকে ট্রেন ছাড়লেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বরাবরের মতোই নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচন বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার ভোর ৬টা থেকে সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ১০:৩৯:০৫ ৩৩৮ বার পঠিত