বুধবার, ১ জানুয়ারী ২০১৪

৫ তারিখে অবশ্যই নির্বাচন হবে’

Home Page » জাতীয় » ৫ তারিখে অবশ্যই নির্বাচন হবে’
বুধবার, ১ জানুয়ারী ২০১৪



hasina-intro-4.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃঢাকার কাফরুলে কামাল মজুমদারের পক্ষে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন নির্বাচনকালীণ সরকারের প্রধান শেখ হাসিনা। এ জনসভায় তিনি দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, ৫ই জানুয়ারি অবশ্যই নির্বাচন হবে।শেখ হাসিনা বলেন, “মানুষ যা চায়, আওয়ামী লীগ তা করে। আর বিএনপির কাজ হলো, মানুষের যা ইচ্ছা, তার উল্টোটা করা। এজন্যই তারা জঙ্গিবাদ করে, দূর্নীতি করে, আর জামায়াতের সমর্থন করে। মানুষ বলে বিএনপির দুই গুণ, দূর্নীতি আর মানুষ খুন।”

তিনি বলেন, “নির্বাচনের আগে আপনারা সকল ভোটারদের কাছে যাবেন, সবাইকে ভোটকেন্দ্রে এসে নির্বাচন করতে বলবেন। আগামী ৫ ই জানুয়ারি অবশ্যই নির্বাচন হবে।”

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনারা মনে রাখবেন, নির্বাচন বানচালের জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বহু লোক গণতন্ত্র ধ্বংস করতে চায়। এক শ্রেণির লোক নিজেদেরকে ‘বিশেষ নাগরিক’ পরিচয় দিয়ে, তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।”

জনসভায় প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা আগামীতে সরকারে আসতে পারলে প্রত্যেকটি এলাকার আরো উন্নতি করবো। ইতোমধ্যেই আমরা গার্মেন্টস শ্রমিকদের জন্য হোস্টেল তৈরি করেছি। বস্তিবাসীর জন্য কাজ করেছি। প্রত্যেকের জন্য আরো উন্নত জীবন যাপন নিশ্চিত করবো। আমরা প্রত্যেকের জন্য ভাত-কাপড়ের ব্যবস্থা করবো।”

ডিজিটাল বাংলাদেশ বিষয়ে শেখ হাসিনা বলেন, “আমরা প্রত্যেকের হাতে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দিয়েছি। কম মূল্যে সবার হাতে ল্যাপটপ পৌঁছে দিয়েছি। দেশে বিদেশে মানুষের চাকরির ব্যবস্থা করেছি। সুতরাং আপনারা কামাল মজুমদারকে নৌকা মার্কায় ভোট দিন। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দেওয়ার ফলে বাংলাদেশ হয়েছে পৃথিবীতে উন্নয়নের রোল মডেল।”

“কাজেই আগামী নির্বাচনে নৌকা মার্কায় কামাল মজুমদারকে ভোট দিয়ে আপনারা দেশ ও জাতীর সমৃদ্ধি অর্জনে সহযোগিতা করুন।”

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩১   ৩৮৩ বার পঠিত