বুধবার, ১ জানুয়ারী ২০১৪
হাত ধরে বললে ২০১৪ বার- লুৎফর রহমান জয়
Home Page » এক্সক্লুসিভ » হাত ধরে বললে ২০১৪ বার- লুৎফর রহমান জয়(২০১৪ সালের শুভেচছা)” তুমি বড় পুরনো
সেই চোখ সেই মুখ
সেই কথা সেই সুর
সব,সব-পুরনো”
-এই টুকু শুনেই তুমি
অভিমানে চলে গেলে
পুরনো নিয়মে একই পথে
আমারও ঘরে হলো ফেরা।
রাত্রি শেষে খোলা জানালার ডাকে
ঘুম ভেঙ্গে দেখি-
তমি !
আমার জানালার ওপাশে
আহ ! তমি সদ্য স্নাত সূরযো !
কতক্ষণ দাড়িয়ে আছ?
আমাকে কতবার ডেকেছ?
লুকিয়ে রাখা গোলাপ দুটো
আমার হাতে দিয়ে বললে
২০১৪ বার
বাংলাদেশ সময়: ৪:৫২:৪১ ৪৮১ বার পঠিত