
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
ইংরেজি নববর্ষ পহেলা জানুয়ারিতে কেন?
Home Page » প্রথমপাতা » ইংরেজি নববর্ষ পহেলা জানুয়ারিতে কেন? খোকন:বঙ্গ-নিউজ ডটকমঃইংরেজি বছরের প্রথম মাসটির নাম মার্চ বা সেপ্টেম্বর হলে এমন কী সমস্যা হতো? জানুয়ারি নামটি কেন বেছে নেওয়া হলো? বছরের এ সময়টি বর্ষ শুরুর জন্য উপযুক্ত, এ নিয়ে প্রশ্ন নেই। কারণ, ইউরোপ-আমেরিকায় বছরের এই সময়টায় ফসল কাটা শেষ। মাঠের কাজ শেষ করে এখন ঘরে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সময়। দেনা-পাওনা পরিশোধের সুযোগ এ সময়ই বেশি। আবার সামনে শুরু হবে চাষাবাদ। এই অবসরে জানুয়ারিতেই নতুন বছর শুরু করার উপযুক্ত সময়। এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু মাসটির নাম জানুয়ারি হলো কেন? এর সঙ্গে কি নববর্ষের কোনো সম্পর্ক আছে? আছে। রোমানরা তাদের দেবতা জেনাসের নামের সঙ্গে মিল রেখে বছর শুরুর প্রথম মাসটির নাম রাখে জানুয়ারি। রোমানদের কাছে কোনো ঘটনার শুভ সূচনার দেবতা তিনি। জেনাসের দুটি মুখ। একটি পেছনে, অপরটি সামনের দিকে তাকিয়ে রয়েছে। অর্থাৎ তিনি পেছনের দিনগুলোর অভিজ্ঞতা ধারণ করে সামনের দিকে দৃষ্টি প্রসারিত করছেন। নববর্ষের সূচনালগ্নটিও অতীত ও ভবিষ্যতের সম্মিলন ঘটায়। তাই বর্ষ শুরুর মাসটির নাম হয়েছে জানুয়ারি।
বাংলাদেশ সময়: ২২:২৯:১১ ৪৪৯ বার পঠিত