মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
খালেদার বিরুদ্ধে মামলাগোপালগঞ্জের নাম পাল্টানোর ঘোষণায়
Home Page » জাতীয় » খালেদার বিরুদ্ধে মামলাগোপালগঞ্জের নাম পাল্টানোর ঘোষণায়তমালবঙ্গ-নিউজডটকমঃ গোপালগঞ্জ জেলার নাম পাল্টে দেয়ার হুমকির অভিযোগে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ৫০১ ও ৫০৬ ধারায় মামলাটি করেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
বেলা ১১টায় মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি চলতে পারে কি না এ ব্যাপারে শুনানি শুরু হবে।
প্রসঙ্গত, গত রোববার বিকেলে মার্চ ফর ডেমোক্রেসির জন্য বাসা থেকে বের হলে তাকে গাড়িতে আটকে দেয় নিরাপত্তাবাহিনীর কর্মীরা। তিনি কর্মসূচিতে না যেতে পারায় বাসার সামনে গাড়ি থেকে বের হয়ে বক্তব্য দেন। এ সময় তিনি এক নিরাপত্তা সদস্যকে ‘গোপালি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, গোপালগঞ্জের নামই থাকবে না, নামই চেঞ্জ করে দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:৫৬:৫৮ ৩৪৩ বার পঠিত