সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রায় শতভাগ পাস

Home Page » প্রথমপাতা » প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রায় শতভাগ পাস
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩



primary-examination-2011.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ জিপিএ- পেয়েছে দুই লাখ ৪০ হাজার ৯৬১ জন অন্যদিকে সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ জিপিএ- পেয়েছে সাত হাজার ২৫৩ জন আজ সকালে প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেছেন। এরপর দুপুর সাড়ে ১২টায় নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল তুলে ধরেন নুরুল ইসলাম।ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট অংশ নেয় ২৫ লাখ ১৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন। এবারে জিপিএ- প্রাপ্তি পাসের হারের ভিত্তিতে সারা দেশে প্রথম হয়েছে ঢাকার মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয়।পাসের হার বিবেচনায় সাত বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। আর ৬৪টি জেলার মধ্যে যশোর লালমনিরহাট প্রথম হয়েছে। জেলার দিক দিয়ে সবচেয়ে নিচে রয়েছে সিলেট জেলা। গড় পাসের হারের দিক থেকে ছেলে-মেয়ে প্রায় সমান। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯৮ দশমিক ৬২ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৯৮ দশমকি ৫৪ শতাংশপ্রাথমিকও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পাঁচ বছরের সংক্ষিপ্ত মূল্যায়ন হলো সব সূচকেই অগ্রগতি হচ্ছে। শিক্ষার মানও বাড়ছেপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ গতকাল রোববার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা একটায় ফল পাওয়া যাবে

 

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৭   ৩২৪ বার পঠিত