সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩

প্রাথমিকে মনিপুর উচ্চ বিদ্যালয় এবারো দেশসেরা

Home Page » এক্সক্লুসিভ » প্রাথমিকে মনিপুর উচ্চ বিদ্যালয় এবারো দেশসেরা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩



Print Friendly and PDF

0

 

0

 


4

 


 

 

 

 

 

 

 

 

নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার এবং অনুপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যার ভিত্তিতে প্রাথমিকে সারা দেশের সেরা ২০ স্কুলের একটি তালিকা করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এই হিসাবে সেরাদের সেরা মনিপুর উচ্চ বিদ্যালয় পেয়েছে ৬৮ দশমিক ৫৩ পয়েন্ট।

প্রাথমিকে দেশসেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ১৯টিতেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবার। আর ঢাকার মীরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯৯ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

শীর্ষ ২০ এর বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- মতিঝিল ন্যাশনাল আইডিয়াল স্কুল ( স্কোর ৪৪ দশমিক ৬৩), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল (স্কোর ৪২ দশমিক ৭১), মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৪১ দশমিক ৮৬), রমনার ভিকারুন নিসা নূন স্কুল ( স্কোর ৩৯ দশমিক ৮৭), ডেমরার সামসুল হক খান স্কুল (স্কোর ৩৮ দশমিক ৯০), কুমিল্লা সদরের কুমিল্লা মডার্ন স্কুল (স্কোর ৩৬ দশমিক ৫০), গুলশান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৩৫ দশমিক ৪৪), মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল (স্কোর ৩৫ দশমিক ২৯), চট্টগ্রামের বি এন স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৩৩ দশমিক ৬৫), মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কোর ৩৩ দশমিক ৬২), ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ পুলিশ স্মৃতিস্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৩৩ দশমিক ০৭), ডেমরার এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কোর ৩৩ দশমিক ০৩), ঢাকা ক্যান্টনমেন্টর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ (স্কোর ৩২ দশমিক৭৬), মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্কোর ৩২ দশমিক ৬৯), খুলনা জিলা স্কুল (স্কোর ৩২ দশমিক ৪৩), উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৩২ দশমিক ২২), রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৩১ দশমিক ৭৬), গুলশানের বনানী বিদ্যা নিকেতন (স্কোর ৩১ দশমিক ৬০) এবং খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্কোর ৩১ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে বিশতম অবস্থানে রয়েছে।

প্রাথমিক সমাপনীতে এবার ৯৮ দশমিক ৫৮ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন। আর ইবতেদায়ীতে পুর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২৫৩ জন।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৪৮   ৪৭৮ বার পঠিত