রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩
খালেদা জিয়ার উপদেষ্টা গ্রেফতার
Home Page » প্রথমপাতা » খালেদা জিয়ার উপদেষ্টা গ্রেফতারবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, রোববার বেলা ১টার দিকে রাজধানীর পল্টন মোড় থেকে ইনাম আহমেদ চৌধুরীকে আটক করা হয়। তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে। এর আগে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনের এলাকা থেকে জাতীয়তাবাদী মহিলা দলের পাঁচ নেতাকে আটক করে পুলিশ। এই পাঁচজন হলেন- জান্নাতুল ফেরদৌস, সাদিয়া আহমেদ তালুকদার, রওশন আরা ফরিদ, এলিজা জামান ও শিরিন আক্তার রিনা। ‘ঢাকামুখী অভিযাত্রা’ শেষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনেই সমাবেশের কর্মসূচি থাকলেও সেখানে বিএনপি বা ১৮ দলীয় জোটের কাউকে দেখা যায়নি। পুলিশের কড়া পাহারায় ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত এক কিলোমিটার সড়ক কার্যত অবরুদ্ধ। ওই সড়কে সাধারণ যানবাহনও চলাচল করছে না। পায়ে হেঁটে চলাচলও সীমিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১৫:৪৯ ৩৮৪ বার পঠিত