রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩
বিএনপির আইনজীবীদের মিছিলে রঙিন পানির জলকামান
Home Page » প্রথমপাতা » বিএনপির আইনজীবীদের মিছিলে রঙিন পানির জলকামানবঙ্গ-নিউজ ডটকমঃ বিরোধী দলের কর্মসূচিতে যোগ দিতে সুপ্রিম কোর্ট এলাকায় বের হওয়া বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের একটি মিছিল আটকে দিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে রোববার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবন থেকে মিছিলটি বেরোনোর পর তাতে বাধা দেয়া হয়। এ সময় হাই কোর্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা সুপ্রিম কোর্টের প্রধান ফটক খুলে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যাবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় তিন শতাধিক লোকের এই মিছিলে সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক মন্ত্রী ওসমান ফারুক ছিলেন। এছাড়া ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে একদল যুবককেও আইনজীবীদের ওই মিছিলে দেখা যায়। কাছাকাছি সময় পার্শ্ববর্তী প্রেসক্লাবেও বিএনপি সমর্থক সাংবাদিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর নেতৃত্বে একযোগে বেশ কয়েকজন প্রেসক্লাব থেকে বেরোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রেসক্লাবের ভিতরে অবস্থান নেন সাংবাদিকরা। আগামী ৫ জানুয়ারির ভোট রুখতে আহ্বান জানিয়ে রোববার ‘ঢাকামুখী যাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই কর্মসূচির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত জামায়াত-শিবির কর্মীরা ঢাকায় এসে নাশকতা চালাতে পারে-আশঙ্কা প্রকাশ করে রাজধানীতে বিরোধী দলকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। দুইদিন আগে থেকেই সারা দেশের সঙ্গে রাজধানীর যান চলাচল অনেকাংশে বন্ধ করা হয়েছে। রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ও প্রবেশ পথগুলোতে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭:০৬:২৭ ৩৬১ বার পঠিত